বইমেলা: বাঙালির আত্মজাগরণের মন্ত্র
ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। মাসব্যাপী অনুষ্ঠিত এ মেলা ঘিরে লেখক, পাঠক, বইপ্রেমী, শিল্পী, প্রকাশক, দর্শনার্থীসহ সর্বস্তরের মানুষের সম্মিলন ঘটে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধারণ এবং লালন করে প্রায় পঞ্চাশ বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাঙালির সর্বজনীন এ সাংস্কৃতিক উৎসবটির রয়েছে পৃথক মূল্য ও ভিন্নতর আকর্ষণ। বইমেলার গভীরে রয়েছে বাঙালির চেতনা ও আত্মজাগরণের মন্ত্র। মাতৃভাষাকে ভালোবাসার অনন্য আয়োজন। এ জন্যই একুশের বইমেলা আমাদের বাংলা ভাষার মেলা, বাংলা বইয়ের উজ্জ্বল প্রদর্শনী। প্রাণের এ মেলার মাধ্যমে বাঙালি তার আপন সত্তায় নিজেকে দেখার সুযোগ পায়। গত তিন বছর মেলার অভিজ্ঞতা ভালো ছিল না। রাজনৈতিক অস্থিরতার কারণে গত তিন বছর মেলা ঠিকমতো জমেনি। গত বছরের ফেব্রুয়ারি মাসজুড়ে ছিল অবরোধ। ঢাকার বাইরের লেখক-পাঠকরা মেলায় যোগ দিতে পারেননি। এছাড়া মেলার মাঝামাঝি সময়ে ঠুনকো কারণে বন্ধ করে দেওয়া হয় একটি প্রকাশনীর স্টল। শেষদিকে দুর্বৃত্তদের হামলায় নিহত হলেন একজন লেখক। আশা করি এবারের মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। বইমেলার নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করি যতœবান হবেন। বাঙালির এই প্রাণের মেলা হয়ে উঠুক প্রাণবন্ত। দুই.
মন্তব্য করুন