ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৬, ১৩:৪৩| আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৩:৪৪
অ- অ+

‘বয়স বৈষম্য দূর করুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

শনিবার দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।

সভায় সংঘের সভাপতি ডা. এম. এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া বক্তব্য রাখেন।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সংঘের সাধারণ সম্পাদক প্রফেসর এম.এ সামাদ, জেলা নসমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহসান বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/১ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দেশবাসী জামায়াতে ইসলামের শাসন দেখতে চায়’
স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি: গোলাম পরওয়ার
আলফাডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 
আইইউবিএটির শিক্ষার্থীদের জন্য সাতটি নতুন বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা