টাঙ্গাইলে ডাকাতি মামলার আসামি খুন
টাঙ্গাইলের দেলদুয়ারে ফজলু নামে ডাকাতি মামলার এক আসামি খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। উপজেলার ডুবাইল ইউনিয়নের কুপাখি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজলু কুপাখি গ্রামের বুদ্দ মিয়ার ছেলে।
পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে একই গ্রামের আবুল বাসক নামে একজনকে আটক করেছে পুলিশ।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন