মানিকগঞ্জে ২৫০ শয্যা সদর হাসপাতাল উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৬, ২১:০৩| আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২১:১১
অ- অ+

মানিকগঞ্জে আড়াইশ শয্যার সদর হাসপাতাল ভবনে চিকিৎসা সেবা উদ্বোধন হয়েছে। শনিবার বিকালে আটতলা হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারু জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন প্রমুখ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার সুবিধাবঞ্চিত জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। দেশের কোন মানুষ যের বিনা চিকিৎসায় মারা না যান সে জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে এর সুফল পাচ্ছে মানুষ।

নতুন হাসপাতাল ভবন চালু হওয়ায় মানিকগঞ্জবাসী আরও উন্নত চিকিৎসা সেবা পাবেন বলেও আশা করেন প্রতিমন্ত্রী। বলেন, এই হাসপাতালে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকবে।

হাসপাতালে জনবল সংকট আছে জানিয়ে দ্রুত লোকবল নিয়োগ দেয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি হওয়া রোগীদের খোঁজ খবর নেন।

ঢাকাটাইমস/১অক্টোবর/ডবিলউবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময় 
সিরাজদিখানে স্বর্ণ-টাকা ও সন্তান নিয়ে উধাও স্ত্রী, থানায় অভিযোগ স্বামীর
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়েরিয়া রোগীর চাপ, চিকিৎসায় হিমশিম
স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না: নয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা