রাজবাড়ীতে নিখোঁজ যুবক উদ্ধারে মানববন্ধন

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৬, ১৮:৪৭

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ীতে নয় দিন ধরে নিখোঁজ রয়েছে বাবলু মিজি নামে এক যুবক। পরিবারের সদস্যরা দাবি করেছে, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম পদ্মার পাড়ে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

 

সে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া হায়দারপুর গ্রামের ছানাউল্লাহ মিজির ছেলে।

 

এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করলেও উদ্ধার করতে পারে নিখোঁজ বাবলুকে।

 

এরই প্রতিবাদে রবিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া বাজার এলাকায় মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।

 

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তৃতা করেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার মিয়া, পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, অপহৃতের ভাই মিঠু মিঠি, মামা হারুন প্রমুখ বক্তৃতা করেন।

 

বক্তারা এ সময় জানান, গত মাসের ২৪ তারিখ শনিবার ভোর ৬টার দিকে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা কাটাখালী এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় রাজীব নামে এক যুবককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর রাজিবের মামা বাবলু রাজিবকে ছাড়িয়ে আনতে গেলে দুর্বৃত্তরা রাজিবকে ছেড়ে দিয়ে বাবলুকে আটক করে রাখে। এ ঘটনার পর রাজবাড়ীর থানা মামলা করেন বাবলু বাবা ছানাউল্লাহ মিজি পুলিশ এজাহারভুক্ত চারজনকে আটক করলেও উদ্ধার করতে পারেনি বাবলুকে।

 

(ঢাকাটাইমস/২ অক্টোবর/প্রতিনিধি/এলএ)