ফরিদপুর জেলা প্রশাসনের অনুদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৬, ১৯:৫৮
অ- অ+

ফরিদপুর জেলা প্রশাসকের গাড়ি চালক প্রয়াত মো. আক্তার হোসেনের পরিবারকে এক লাখ ১১ হাজার টাকার চেক প্রদান করেছেন জেলা প্রশাসক। রবিবার বিকালে জেলা প্রশাসকের কক্ষে প্রয়াতের স্ত্রী নাজমুন নাহার রূপার হাতে চেক ও নগদ টাকা তুলে দেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

এ সময় অতিরিক্ত জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রশীদ, মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন, জেলা প্রশাসক (সার্বিক) ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রয়াত মো. আক্তার হোসেন গত ২৯ সেপ্টেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

(ঢাকাটাইমস/২ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল তিন সিনেমা
ছুটির দিনেও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, অবস্থান কত জানুন
প্রবাসী স্বামীর ৩২ লাখ টাকা নিয়ে সন্তানসহ উধাও স্ত্রী
কে হচ্ছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জানা যাবে আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা