সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সওজ কর্মচারী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৬, ২০:৪৮| আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ২১:৩২
অ- অ+

সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারদের জামানতের চেক জালিয়াতি করে সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলায় আবদুল আউয়াল নামে সওজের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে কুমিল্লা দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবদুল আউয়াল কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের হাজী সুলতান আহমদের ছেলে। দুদকের কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সওজ-ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কম্পিউটার অপারেটর আবদুল আউয়াল সওজ’র ঠিকাদারদের জামানতের তিনটি চেক জালিয়াতির মাধ্যমে ৯ হাজার ৪শ টাকার চেকের স্থলে ২ কোটি, ১১ হাজার ৪৬০ টাকার স্থলে ৩ কোটি ও ৫ হাজার ৯৩০ টাকার স্থলে ৫০ লাখ অর্থাৎ ২৬ হাজার ৭৯০ টাকার চেকের স্থলে ৫ কোটি ৫০ লাখ টাকার চেক লিখে টাকা উত্তোলন করেন।

বিষয়টি নজরে আসার পর সওজ-ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ওই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তের জন্য দায়িত্ব পান দুদক-কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

দুদক-কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারের পর আউয়ালকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/প্রতিনিধি/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা