ভবন ধসে কাপ্তাই হ্রদে, বাবা-মেয়েসহ নিহত ৩

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২১:২০ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৬, ২১:০১

রাঙামাটি মহিলা কলেজ এলাকায় একটি দোতলা ভবন কাপ্তাই হ্রদের পানিতে ধসে গেছে। এতে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন একজন।

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে বিকট শব্দে ভবনটি কাপ্তাই হ্রদে ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভবনের ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করে। তারা হলেন জাহিদ হাসান, তার মেয়ে পিংকি আক্তার ও উম্মে হাবিবা। ধসে পড়া ভবন থেকে উদ্ধারের পর রাঙামাটি ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দেবে যাওয়া ভবনটির পাশের বাড়ির রবি আক্তার বলেন, ধসে পড়া ভবনটিতে সাতটি পরিবার থাকতো। তারা সবাই ভাড়াটিয়া ছিল। ঘটনার সময় এসব পরিবারের বেশ কয়েকজন সদস্য ভবনের ভেতরেই অবস্থান করছিল বলে তিনি জানান। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো একজন নিখোঁজ আছে বলে তারা শুনেছেন।

রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, হ্রদের পার দখল করে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করার কারণেই এটি ধসে গেছে। দুর্ঘটনার সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :