মনোনয়ন বাতিলের দাবিতে পাকুন্দিয়ায় কালও আ.লীগের হরতাল
পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনয়ন নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূলের ভোটে বিজয়ী প্রার্থীকে দলীয় মনোনয়ন না দেয়ার প্রতিবাদে ও মিসবাহ উদ্দিনের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের পর বৃহস্পতিবারও হরতালের ডাক দিয়েছে স্থানীয় আ.লীগ।
একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী হওয়ায় জেলা ও উপজেলা আ.লীগের সমন্বয়ে তৃণমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে একক প্রার্থী নির্বাচিত করে স্থানীয় আ.লীগ। তৃণমূলের ভোটে প্রথম হওয়া উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের নাম কেন্দ্রে প্রস্তাব করা হয়। কিন্তু কেন্দ্র স্বপনকে দলীয় মনোনয়ন না দিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিসবাহ উদ্দিনকে দেয়।
এতে ফুসে উঠে স্বপন সমর্থিত নেতাকর্মীসহ স্থানীয় আ.লীগ।
(ঢাকাটাইমস/৫ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন