পাকুন্দিয়া পৌর নির্বাচনে পুলিশি পাহারায় মনোনয়ন দাখিল
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে টান টান উত্তেজনার মধ্যদিয়ে উত্তপ্ত পরিস্থিতি কড়া পুলিশি পাহারায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিসবাহ উদ্দিনের পক্ষে মুক্তিযোদ্ধা আবদুছ সোবহান মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিকাল সাড়ে ৩টার দিকে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ভোটে নির্বাচিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনকে দলীয় মনোনয়ন না দেয়ার প্রতিবাদে ও মিসবাহ উদ্দিনের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে হরতাল, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল মোতায়েম হোসেন স্বপন সমর্থিত নেতাকর্মীরা।
বুধবার ও বৃহস্পতিবার টান দুই দিন হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বপন সমর্থকরা।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের সকাল-সন্ধ্যা হরতালে সকাল থেকে স্বপন সমর্থিত নেতাকর্মীরা মিছিল নিয়ে পরিষদ গেটের সম্মুখে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে অবস্থান নেয়। এসময় বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এমন সময় দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ মনোনয়ন পাওয়া প্রার্থী মিসবাহ উদ্দিন মনোনয়ন জমা দিতে আসছেন এমন গুঞ্জনে লাঠিসোটা নিয়ে উত্তেজিত হয়ে পড়েন তারা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌরসদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখে প্রশাসন। আওয়ামী লীগের মনোনয়নকে কেন্দ্র করে পুরো পৌর এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
(ঢাকাটাইমস/৬ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন