পাকুন্দিয়ায় বাউবির ১৫ পরীক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় অসুদাপায় অবলম্বনের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শুক্রবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবির) ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ হাসিনা আক্তার সকালে বাউবির পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে পরীক্ষায় অসুদাপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীদের বহিষ্কার করেন।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ১২ জন এইচএসসি শাখার ও ৩ জন বিএসএস শাখার বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ হাসিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/৭ ঢাকাটাইমস/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন