চুরির গরুসহ গজারিয়ায় পিকআপ ভ্যান উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়া একটি গরুসহ পিকআপ ভ্যানটি গজারিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজন নামে একজনকে আটকও করা হয়।
রবিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার সদর এলাকা থেকে চুরি হওয়া গরুসহ পিকআপভ্যান উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার মধ্যরাতে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে গরুটি চুরি হয়। আটক রাজন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার সদর এলাকার মৃত আলী আকবরের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক খায়রুল জানান, রাত ১টার দিকে গোবিন্দপুর এলাকার আব্দুল মোতালিবের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।
(ঢাকাটাইমস/৯ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন