মেহেরপুরে ২২ জাপা নেতাকর্মীর পদত্যাগ

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৬, ২২:৩৭

অভ্যন্তরীণ কোন্দলের কারণে মেহেরপুরে জেলা জাতীয় পার্টির আহ্বায়কসহ ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার আমিরুল ইসলাম পালুর নেতৃতে বড়বাজারস্থ জাতীয় পার্টির একাংশের কার্যালয়ে ২২জন নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন।

শহরে বেশ কিছুদিন ধরে তাদের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। পদত্যাগের সময় জাতীয় পার্টির প্রস্তুতি কমিটির সদস্য ও পৌর কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর কমিটির সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ দলের একাংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার আমিরুল ইসলাম পালু কেন্দ্রীয় নেতাদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলে ও স্থানীয় নেতাকর্মীরা ষড়যন্ত্রের কারণে তিনিসহ নেতাকর্মীরা পদত্যাগ করেছেন।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :