নরসিংদীতে চার আগ্নেয়াস্ত্রসহ আটক চার

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৬, ১৩:৫১

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও নয়টি গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে নরসিংদীর গোয়েন্দা পুলিশ। এরা সবাই অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের সঙ্গে আরও কেউ এই কাজে সম্পৃক্ত কি না তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

গত রবিবার গভীর আগে আলাদাভাবে অভিযানে চার জনকে আটক করা হয়। আর দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানান পুলিশ সুপার আমেনা বেগম।

আটকরা হলেন, জেলার বীরপুর মহল্লার মিনহাজুল আবেদীন ওরফে রিজভী, হাজীপুর মৌলভীপাড়ার আমির হোসেন, হাজীপুর সওদাগর পাড়ার মো. মুন্না ও হাজীপুর গ্রামের আবদুর রশিদ মিয়া।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারে শহরের বীরপুর মহল্লায় অভিযান চালায়। প্রথমে রিজভীকে তার বাড়ি থেকে তিনটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ আটক করেন গোয়েন্দারা। পরে তার দেয়া তথ্যমতে তার আরও তিন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গুলিসহ আরও দুটি বিদেশি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়।

আটক চারজনের বিরুদ্ধে এর আগেও নানা সময় সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ আছে বলেও জানান পুলিশ সুপার আমেনা বেগম। অস্ত্র উদ্ধারের ঘটনাতেও তাদেও বিরুদ্ধে দুটি মামলা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/ডব্লিউবি)