সিরাজদিখানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সিরাজদিখানে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে তানজিলা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার মালখানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিলা উপজেলার মালখানগর ইউনিয়নের নাইশিং গ্রামের প্রবাসী মিনার হোসেন বেপারীর মেয়ে ও মালখানগর ইউপি সদস্য হযরত খানের নাতনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মালখানগর ইউপির সাবেক সদস্য ফজল খান জানান, আমার ছোট ভাই বর্তমান মালখানগর ইউপি সদস্য হযরত খানের মেয়ের ঘরের নাতনি তানজিলা। দুইদিন আগে ওড়া বেড়াতে এসেছিল। সকালে কখন বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে পরে যায় কেউ টের পায়নি। পরে সকাল ৯টার দিকে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মালখানগর ইউপি চেয়ারম্যান সানজিদা ইয়াসমিন জোসনা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্যদের নিয়ে ঘটনা স্থলে গিয়েছি।
(ঢাকাটাইমস/১১অক্টোবর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন