মানিকগঞ্জে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানিকগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন।
জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম নবুসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের উন্নয়নে কাজ করার জন্য শ্রমিক লীগ গঠন করেন। তিনি বলেন, জননেত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশসহ মানিকগঞ্জের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।
শ্রমিক লীগ নেতৃবৃন্দের কাজ হবে সরকারের উন্নয়নের কথা প্রান্তিক মানুষের সামনে তুলে ধরা। এ সময় তিনি আরও বলেন যেসব শ্রমিক কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছেন, জেলা শ্রমিকলীগ নেতৃবৃন্দের কাজ হবে তাদের পাশে গিয়ে সাহায্য সহযোগিতা করা। এটি হবে শ্রমিকলীগের মূল লক্ষ।
(ঢাকাটাইমস/১২অক্টোবর/প্রতিনিধি/ ইএস)
মন্তব্য করুন