সরাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মানিক ‘ডাকাত’ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৬, ১৫:১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক মিয়া (৩৫) নামের এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে সরাইল উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম, সহকারী এসআই শাহ আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন, কনস্টেবল রবিউল ইসলাম।

নিহত মানিক সরাইল উপজেলার রসুলপুর পূর্বপাড়া এলাকার মীর হোসেনের ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, বুধবার রাতে ১০ মামলার আসামি মানিককে গ্রেপ্তারের পর আজ ভোররাতে তার দেয়া তথ্যমতে পুলিশ অস্ত্র উদ্ধারের অভিযানে যায়। পথে সরাইল-অরুয়াইল সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় মানিকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় মানিক গুলিবিদ্ধসহ চার পুলিশ সদস্য আহত হন।

পরে মানিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মানিকের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, মুখোশসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।

গত বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের মাঝামাঝি স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে মানিক মিয়াসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যরা হলেন, একই উপজেলার নরসিংহপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে হানিফ মিয়া (২৬), দুবাজাইল গ্রামের জুরু মিয়ার ছেলে অহিদুর রহমান (২৫), নাসিরনগর উপজেলার বড়নগর গ্রামের আবদুর রশিদের ছেলে দ্বীন ইসলাম (২২), নরসিংদীর রায়পুরা উপজেলার মাইজের চর গ্রামের আবুল বাশারের ছেলে শিমুল মিয়া (২১), একই গ্রামের মৃত মন্নাফ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩৫) ও সাদেক মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৫)। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :