রাঙামাটিতে ইঁদুর নিধনে প্রচারণা

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৬, ১১:৫৫

সর্বনাশা ইঁদুরের কবল থেকে কৃষি ফসল রক্ষার্থে রাঙামাটি জেলায় কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উদ্যোগে জেলায় ইঁদুর নিধনে প্রচার অভিযান শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রচার অভিযানের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

অনুষ্ঠানে রাঙামাটি জেলার ১০ উপজেলার ৪ শতাধিক কৃষক এবং উপজেলা ও ইউনিয়নের কর্তব্যরত কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ইঁদুরের উপদ্রব বেশি। চাষযোগ্য ভূমির পরিমাণ হওয়ায় ইঁদুরগুলো ফসলি ক্ষেতের দ্রুত ক্ষতি করে। সর্বনাশা ইঁদুরের কবল থেকে কৃষি ফসল রক্ষার্থে ইঁদুর নিধনের কৌশল সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। তাহলে কৃষি ফসল রক্ষা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সফল কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :