খাগড়াছড়িতে আরও অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৩:৪৫ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৬, ১২:১২

খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুকছড়ি গ্রামে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলিতে এক ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার পর ঘটনাস্থল থেকে আরও অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোলাগুলির পর এসব অস্ত্র উদ্ধার করা হয়।

খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

উদ্ধার করা অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে- একটি জিথ্রি রাইফেল, একটি চীনের তৈরি সাব-মেশিন গান (এসএমজি), একটি আমেরিকার তৈরি এম ১৬ রাইফেল, একটি জিথ্রি ম্যাগাজিন ও ১৯ রাউন্ড গুলি, দুটি এসএমজি ও ৪৯ রাউন্ড গুলি, একটি এম ১৬ রাইফেলের ম্যাগাজিন ৩৮ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, একটি মোবাইল ও একটি সামরিক ব্যাগ।

নিরাপত্তা সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদে যৌথ বাহিনীর একটি দল কুতুবছড়ি গ্রামে অভিযানে গেলে সন্ত্রাসীরা সেনা টিমের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন সন্ত্রাসী নিহত হয়।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :