মানিকগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থী নির্বাচিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৬, ১৯:৩৬| আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২০:৫৫
অ- অ+

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আফসার উদ্দিন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার তাকে নির্বাচিত ঘোষণা করেন। আগামী ৩১ অক্টোবর মানিকগঞ্জের দুটি (গড়পাড়া ও জাগির) ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। এরমধ্যে একটি গড়পাড়া ইউনিয়ন।

মানিকগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গড়পাড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফসার উদ্দিন সরকার, স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক ও ওসমান গনি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এরই মধ্যে ওসমান গনির মনোনয়নপত্র বাতিল হয় এবং শনিবার আব্দুল খালেক তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় কমিশন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফসার উদ্দিন সরকারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। তবে এই ইউনিয়নে নারী ও পুরুষ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের
শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশোধিত বিধিমালা চলতি মাসেই চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা
একদিন আগেই ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
আইওএসএ সনদ নবায়ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা