চাঁদপুরে ৭ জেলের কারাদণ্ড, ৫লাখ মিটার জাল জব্দ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৬, ২০:৪৭

চাঁদপুরের মতলব উত্তরে পদ্মা ও মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় সাতজন জেলেকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৫জনকে দুই বছর করে ও দুইজনকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ফারুক হোসেন (২৫), জয়নাল আবেদীন (৩৫), রাসেল (২০) সর্বপিতা মোহাম্মদ আলী, রুবেল হোসেন (২০) পিতা মতিন ফকির ও সালাউদ্দিন (২৫) পিতা হামিদ ফকির। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায়।

এছাড়াও এদিন মতলব উপজেলা নির্বাহী কর্মকতা এম এস মফিজুল ইসলাম মতলব উওর উপজেলার মেঘনা নদী থেকে ৫ লাখ ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, দুপুরের দিকে সাজাপ্রাপ্তরা চাঁদপুরের নিষিদ্ধ সীমানায় এসে ইলিশ শিকার করছিলো। এসময় তাদের হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইবছর করে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। সকালেও শরিফুল ইসলাম (২২) ও হাসান আলি (২০) নামের আরও দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :