মির্জাপুরে অবৈধ ইটভাটাকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ অক্টোবর ২০১৬, ২০:৩২
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনার অপরাধে প্রিতিশ কুমার মল্লিক (৪০) নামে এক ইটভাটা ম্যানেজারকে জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিন তার থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী মৌজায় অবস্থিত ‘ব্রিকস ২০১০ লি.’ নামের একটি ইটভাটার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন প্রিতিশ কুমার মল্লিক। প্রিতিশ কুমার মল্লিক নড়াইল জেলার মশুরিগোবরা গ্রামের জতিন্দ্র নাথ মল্লিকের ছেলে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুমানা ইয়াসমিন বলেন, বিএসটিআই এর লাইসেন্স ব্যতিত ইট উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ এর ২৪/৩১ এ ধারায় ইটভাটা ম্যানেজারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :