মুন্সীগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
মুন্সীগঞ্জে মিতু আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার ভোরে মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার নৈদীঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মিতুর স্বামীকে আটক করে।
নিহত মিতুর স্বজনরা অভিযোগ করেন, পারিবারিক কলহের জের ধরে ভোরে মিতুর স্বামী মোহাম্মদ মিন্টু ধারালো অস্র দিয়ে মিতুকে কুপিয়ে হত্যা করেছে।
মিতুর ১০ বছরের সন্তান সাজ্জাদ বিষয়টি জানিয়েছে বলে জানায় স্বজনরা।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. প্রণয় মান্না দাস জানান, মিতুর পিঠে ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিতু মারা গেছে বলে জানান তিনি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ আলী জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মিতুর স্বামী ভ্যানচালক মিন্টুকে আটক করে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে আসে।
এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২১ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন