‘জয়কে নেতা হিসেবে চাই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৫:৩৬ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৬, ১০:২২
ফাইল ছবি-সজীব ওয়াজেদ জয়

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নেতৃত্বে আনার দাবি জানাচ্ছেন আওয়ামী লীগের কাউন্সিলররা। তাকে আওয়ামী লীগের ভবিষ্যত আখ্যা দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক জেলার নেতারা।

সকাল সাড়ে নয়টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই সভাপতির পদ থেকে সরে যাওয়ার ইচ্ছার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলররা সমস্বরে ‘না’ বললেও তিনি তার বক্তব্যে অটল থেকে বলেন, ‘৩৫ বছর আমি সভাপতি ছিলাম, আর কত?’।

সভাপতির বক্তব্য শুরুর পর সাংগঠনিক জেলার নেতারা তাদের প্রতিবেদন উত্থাপন শুরু করেন। এ সময় রংপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘জয় এর কারণে রংপুর এখন আওয়ামী লীগের ঘাঁটি। জয় আমাদের পাশে থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন। আমরা জয়কে নেতা হিসেবে চাই।’

রেজাউল করিম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ করেছেন জয়, তিনি রংপুর আওয়ামী লীগের সদস্য। তিনি দলের ভবিষ্যত।’

জামালপুর আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ বলেন, ‘ঢাকায় এসে এবার হতবাক হয়ে গেছি। এ কোন ঢাকা? উন্নয়ন-আলোকসজ্জায় আমরা চমকিত। জয়কে নেতৃত্বে আনুন। তিনি স্মার্ট, বুদ্ধিমান।’

ময়মনসিংহ আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা বলেন, ‘জয় ডিজিটাল বাংলাদেশ করেছেন, দলের নেতৃত্বেও আমরা তাকে চাই।’

পিরোজপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার বলেন, ‘জয়কে সম্মানজনক কোনো পদ দেয়া উচিত।’

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, ‘জয় কেবল আপনার (শেখ হাসিনা) সন্তান নন। তিনি আওয়ামী লীগেরও ভবিষ্যত। তাকে দলে গুরুত্বপূর্ণ পদ দেয়া উচিত। আমরা দলে গতিশীল নেতা চাই।’

সজীব ওয়াজেদ জয় এবারই প্রথমবারের মতো আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন রংপুরের কাউন্সিলর হিসেবে। সম্মেলনের প্রথম দিন দেয়া বক্তব্যেও একাধিক কাউন্সিলর জয়কে নেতৃত্বে আনার দাবি জানিয়েছিলেন।

কাউন্সিলরের এই বক্তব্যের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, ‘আমাদের বয়স হয়ে গেছে, আমাদেরকে সরে যেতে হবে। আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন জয় ও তার বন্ধুরা।’

জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের এই আনুষ্ঠানিকতাতেই নির্বাচিত হবে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব। আগামী তিন বছর তারাই দল পরিচালনা করবে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :