নৌকা কে বানাইলো রে...

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৬, ১৬:৪২

দুপুরের রদ্দুর ফেটে পড়েছে। এতটুকু ছাড় নেই। যে যার মতো খুঁজে ফিরছেন চিলতে ছায়া। এর মধ্যেও একদল মানুষকে দেখা গেল বিশাল নৌকায়। সম্মেলনের সাক্ষী হয়ে থাকতে ফাঁকা মঞ্চে উঠে ক্যামেরা কিংবা মুঠোফোনে ফ্রেমবন্দি হচ্ছেন। সময় যতো যাচ্ছে ছবি তোলায় আগ্রহীদের সংখ্যা বাড়ছে। দল বেঁধেই আসছেন সবাই। কমপক্ষে দুজন। আর যারা একা তাদের ভরসা সেলফি।

রবিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কথা হয় সোহেলের সঙ্গে। তেজগাঁ থেকে এসেছেন। শ্রমিক লীগের এই কর্মী বললেন, ‘গতকাল সারাদিন বইসা ছিলাম। কখনও মাঠ খালি হইবো। মঞ্চে উইঠা ছবি তুলুম। আইজ আশা মিটছে।’

এবারের আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে ছিল বিশাল নৌকামঞ্চ। গণমাধ্যমেও মঞ্চ নিয়ে অনেক লেখা হয়েছে। ছবিও কম ছাপা হয়নি। নৌকাটির গলুইয়ের যে পাশে মাঝি বসে, সেখানে দেয়া হয়েছে বৈঠা। তার পাশেই প্রমাণ আকারে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ‘হ্যাঁ, আওয়ামী লীগ নামের তরীর কাণ্ডারি তিনিই তো?’ গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতা মোজাফফর এইচ নান্নু মন্তব্য করলেন।

ছবি তুলেই শেষ না। নৌকামঞ্চ নিয়ে যে বিস্ময় নেতাকর্মীদের অনেকের মনে, তার রেশ কাটেনি তখনও। কমলেশ নামে এককর্মী বিস্ময় নিয়েই বললেন, ‘এতবড় নৌকা কে বানাইলো রে...।’

এবারের সম্মেলন ঘিরে গত কয়েক মাস ধরেই উৎসাহ-উদ্দীপনা কাজ করছিল নেতাকর্মীদের মনে। সবাই তাকিয়ে ছিলেন ২২ অক্টোবরের দিকে। প্রমাণ মিলেছে সম্মেলনের প্রথম দিনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়াভিড়ে। সাতক্ষীরা থেকে এসেছেন আনিসুর রহমান। জানালেন, শুধু নৌকামঞ্চে উঠে ছবি তোলার জন্য আজ ঢাকা থেকে গেছেন তিনি। সূদুরের জেলা থেকে আশা এই কর্মী এসেছেন ডেলিগেট হয়ে।

একটু দূরে একদল তরুণীর দেখা মিললো। খুব চেষ্টা করে মঞ্চে উঠছেন তারা। সিঁড়ি রেখে সোজাসুজি একজন আরেকজনের হাত ধরে টেনে তুলছেন। জানতে চাইলাম, সিঁড়ি রেখে এভাবে কেন? জবাবে উচ্ছ্বাস প্রকাশ করে একজন জবাব দিলেন, ‘মানুষের অনেক ভিড়। সিঁড়ি দিয়ে এলে সামনে আসতে পারবো না। তাই সামনে দিয়েই উঠে যাচ্ছি।’

কাল যারা হাজারো মানুষের ভিড়ে সম্মেলনের মূল প্যান্ডেলের ভেতর বসার জায়গা পাননি, তাদের কেউ কেউ আজ শূন্য সোফা ও চেয়ারে বসে দেখছিলেন কেমন লাগে। ছবি তুলতেও ভুল করছেন। আবেগ ঢেলে দলের কর্মী নিজাম উদ্দিন বললেন, ‘এই সম্মেলনে যোগ দেয়া ছিল ভাগ্যের ব্যাপার। তা না হলে সেই দিনাজপুর থেকে এখানে আসি।’

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এইচএফ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :