ছেলেকে বিদায় জানাতে এসে মায়ের চিরবিদায়

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৩:০৭ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৬, ১০:৩২

ছুটিতে দেশে এসেছিলেন সৌদি প্রবাসী ছেলে। তিন মাস ছুটি কাটিয়ে আজ সকালে বাড়ি থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হন শফিক। ছেলেকে বাসে তুলে দিতে মা সাবজানসহ আরও অনেকেই এসেছিলেন বাসস্ট্যান্ডে। কিন্তু ছেলেকে বিদায় জানাতে এসে নিজেই না ফেরার দেশে চলে গেলেন। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন সাবজান বেগম (৬০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা নামকস্থানে।

নিহত সাবজান বেগমের স্বামীর নাম জৈনউদ্দিন। বাড়ি উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নিহত সাবজান বেগমের ছেলে শফিক সৌদিআরব প্রবাসী। তিন মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। ছুটি শেষে আজ সকালে বাড়ি থেকে বিানবন্দরের উদ্দেশে বের হন শফিক। এসময় ছেলেকে এগিয়ে দিতে মা সাবজান বেগমসহ বাড়ির আর অনেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা নামকস্থানে আসেন। এ সময় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী দ্রুত গতির একটি পিকআপভ্যান (ঢাকা- মেট্রো ন ১৩-১৯০৮) তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সাবজান বেগম মারা যান।

এ সময় আব্দুস কদ্দুছ, শাহানাজ বেগম ও তার ছেলে রায়হান গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

মির্জাপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক মোতালেব ঢাকাটাইমসকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :