আ.লীগের সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণা দুপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৩:০২ | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৬, ১১:০১

আজই ঘোষণা করা হবে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর নাম। দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণা করবেন। দলের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৩ অক্টোবর জাতীয় সম্মেলনের মাধ্যমে ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ জনের নাম ঘোষণা করে দলটি। আজ মঙ্গলবার সম্পাদকমণ্ডলীর ২৯ সদস্যের নাম ঘোষণার কথা রয়েছে। আর কার্যনির্বাহী ২৯ সদস্যের নাম ঘোষণা হবে পরে।

সূত্র জানিয়েছে, সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণার পর নতুনর কমিটির সদস্যরা বিকাল চারটায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

সম্পাদকমণ্ডলীতে কারা থাকছেন? দলের সূত্রগুলো জানাচ্ছে, শীর্ষ দুই পদের মতো চমকহীন থাকছে বাকি পদগুলোতেও। সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পদে থাকাকালেই সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে নামগুলো প্রায় চূড়ান্ত করেছেন। এখন কেবল ঘোষণার অপেক্ষা।

আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, নতুন কমিটিতেও প্রাধান্য থাকবে ভেঙে দেয়া কমিটির নেতাদের। তবে বেশ কিছু নতুন মুখ যোগ হবে মূলত কার্যনির্বাহী কমিটির আকার বাড়ানোর কারণেই। তবে কার্যনির্বাহী কমিটিতে কারা থাকছেন তা পরে জানা যাবে।

পাশাপাশি কয়েকজনের পদোন্নতি নিশ্চিত প্রায় বলেও জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তারা জানান, সম্পাদকমণ্ডলী থেকে তিনজন পদোন্নতি পাওয়ায় কার্যনির্বাহী সদস্য থেকেও কয়েকজনের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন যাদের নাম ঘোষণা হয়েছে, তাদেরও প্রায় সবাই আগের কমিটিতে ছিলেন। দলের নেতারা বলছেন, এর মাধ্যমেই শেখ হাসিনা বার্তা দিয়ে ফেলেছেন যে, কমিটিতে খুব বেশি পরিবর্তন আনছেন না তিনি।

আরও পড়ুন- আ.লীগের সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণা

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এমএম /টিএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কারাগারে আটক বিএনপি নেতা খোকনের বাসভবনে সালাম

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এখনো নির্বাচনি মাঠে আ.লীগের এমপি-মন্ত্রীর স্বজন

নৈরাজ্য চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য: নুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :