কুমিল্লা ট্রেনের ধাক্কায় যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:০১
অ- অ+

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মো. ইমরান হোসেন নামে এক যুবক নিহতের ঘটনা ঘটে। বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লা পালপাড়া ব্রিজের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত ইমরান হোসেন কুমিল্লা পালপাড়া সোলতান মিয়া বাড়ির ফয়েজ আহম্মেদ ফুলমিয়ার ছেলে।

ঘটনাস্থলে থাকা পথচারী জামিলা খাতুন জানান, আমি রেললাইনের পাশ দিয়ে হাঁটছি। ঠিক ওই সময় যুবকটিকে দেখছি এলোমেলোভাবে রেললাইনে গুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম চট্টগ্রামমুখী একটি ট্রেন আসছে। ট্রেন কাছাকাছি আসলে যুবকটি রেললাইনে পা বাড়ালে চলন্ত ট্রেনের ধাক্কা খেয়ে রাস্তার বাইরে পড়ে যায়।

নিহতের চাচা লুৎপুর রহমান জানান, প্রায় ১০ বছর যাবৎ ইমরান হোসেন মানসিক সমস্যায় ভুগছে। আমরা তাকে পাহারা দিয়ে রাখি। কিন্তু আজ হঠাৎ রেললাইনের পাশে ঘোরাঘুরি করতে গেলে ট্রেনের ধাক্কায় নিহত হয়।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এএসআই করিমুল হক জানান, ছেলেটি ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বেচ্ছায় সরে গেলে ক্ষমা পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা
বিজয় দিবসের রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ 
আগরতলা অভিমুখে লংমার্চ: ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ভারতের আধিপত্য প্রতিহতের ঘোষণা
ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধুত্বের আহ্বান, ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা