আকাশ উজ্জ্বল, খেলা শুরু হচ্ছে যথাসময়েই

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৬, ০৯:৪০

গতকাল সন্ধ্যায়ও বলা যায়নি শুক্রবার যথাসময়ে খেলা শুরু হবে কিনা। তবে সারারাত বৃষ্টি না হওয়ায় মাঠের অবস্থা মোটামুটি ভালো। খেলা যথাসময়েই শুরু হবে বলেই মনে করা হচ্ছে।

সকাল সাতটা পর্যন্ত উইকেট ও পুরো মাঠ ঢাকা ছিল কাভার দিয়ে।কাভার তুলে নেওয়ার পর শুরু হয় মাঠ ও উইকেট পরিচর্যার কাজ, যেটা এখন শেষ পর্যায়ে।

এদিকে সকাল সাড়ে আটটায় মাঠে প্রবেশ করেই উইকেটের দিকে ছুটে যান ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। শুধু কুকই নন, পুরো ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের চোখ উইকেট ঘিরে।

সকাল সাড়ে অটটায়র দিকে মাঠে প্রবেশ করে বাংলাদেশ দলও। মাঠে প্রবেশ করেই সোজা উইকেটের কাছে চলে যান অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিকের চাওয়া ছিল স্পিন উইকেট। কিউরেটর বাংলাদেশ অধিনায়বের চাওয়াকে নিশ্চয়ই গুরুত্ব দিয়েছেন। তবে দুদিনের বৃষ্টির কারণে উইকেটের চরিত্রে কিছুটা পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের জন্য ঢাকা টেস্টে হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে প্রথম চেস্টে ২২ রানে হেরে ১-০তে পিছিয়ে আছে বাংলাদেশ। ঢাকায় জিতলে সিরিজ সমতা দিয়ে শেষ করতে পারবে টাইগাররা।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :