ধামরাইয়ে চাপিল সেতুর উদ্বোধন বিকালে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৬, ১০:৪৪

রাজধানীর উপকণ্ঠে ধামরাই উপজেলার মধ্যবর্তী বংশী নদীর উপর চাপিল-দেপাশাই সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুক্রবার বিকাল ৩টায় সেতুটি উদ্বোধনের কথা রয়েছে।

উদ্বোধন উপলক্ষে জনসভার জন্য সেতুর পাশেই তৈরি করা হচ্ছে মঞ্চ।

উপজেলার কয়েক ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সেতু উদ্বোধনের মধ্যদিয়ে জনগণের চলাচলের জন্য খুলে দেয়া হবে। ফলে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

প্রায় ৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু এই সেতুটি উদ্বোধন করবেন ঢাকা-২০ ধামরাই আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক।

বিশেষ অতিথি থাকবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন, শিল্পপতি ও মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম,সাবেক অতিরিক্ত সচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ, ধামরাই উপজেলা নাগরিক সমাজের সভাপতি শফিক আনোয়ার গুলশান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন সাকু, প্রফেসর মো. শাহজাহান প্রমুখ।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সোমভাগ ইউপি চেয়ারম্যান আজহার আলী।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :