ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকা ও চট্টগামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আজমপুর স্টেশনের আউটারে সিলেট অভিমুখী বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন পড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, রাতে আজমপুর স্টেশনের আউটারে সিলেট অভিমুখী বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন পড়ে যায়। এতে ঢাকা ও চট্টগামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পররপরই আখাউড়ার ফায়ার সার্ভিস ও রেল পুলিশ ঘটনাস্থলে যায়। বিকল্প পদ্বতিতে রেল চলাচলের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন