দেড় যুগ পর ভোলা জেলা যুবলীগের সম্মেলন

ইকরামু আলম, ভোলা থেকে
| আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ০০:৪৬ | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৬, ০০:৩৪

দীর্ঘ দেড় যুগ পর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভোলা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। ইতোমধ্যে সম্মেলনের সব কাজ সম্পন্ন করেছেন আয়োজকরা। সম্মেলনকে ঘিরে ভোলা শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। শহরের বিভিন্ন রাস্তার মোড়ে শতাধিক তোরণ নির্মাণসহ কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন সাঁটানো হয়েছে। প্রায় দেড় যুগ পর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। পদ পেতে দফায় দফায় শোডাউন করেছেন নেতারা। কারা আসছেন নতুন কমিটিতে তা নিয়ে চলছে নানা গুঞ্জন।

সম্মেলনকে ঘিরে আয়োজনের কথা জানিয়ে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জমান মনির ঢাকাটাইমসকে বলেন, ‘সম্মেলনের জন্য ভোলা সরকারি স্কুল মাঠে প্রায় ২০ হাজার লোক ধারণ ক্ষমতার বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করবেন আমন্ত্রিত অতিথিরা।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। প্রথান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভোলা-৪ আসনের এমপি ও পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, মাহবুবুর রহমান হিরন, স্থপতি নিখিল গুহ, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন প্রমুখ। এছাড়া কেন্দ্রীয় যুবলীগের চার শতাধিক নেতা সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সম্মেলনে আসা প্রায় পনের হাজার ডেলিগেটের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

সম্মেলন শেষে সন্ধ্যায় দেশের জাতীয় পর্যায়ের স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মনিরুজ্জামান আরও বলেন, আগের চেয়ে ভোলা যুবলীগ অনেক বেশি শক্তিশালী। যা বর্তমানে যুবলীগের নেতা-কর্মীদের প্রাণচাঞ্চল্য দেখেই বোঝা যায়। আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে ভোলা জেলা যুবলীগে যোগ্য নেতৃত্ব উঠে আসবে। নেতৃত্বে যারাই আসবে তাদেরকে আমরা স্বাগত জানিয়ে তাদের নেতৃত্ব মেনে নেব।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :