৭ নভেম্বর বিএনপির ‘স্মরণকালের সেরা জনসভা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৬, ১৬:১৫

আগামী ৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সেরা সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঘটনাপ্রবাহের স্মরণে এই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আব্বাস।

জনসভা করতে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে জানিয়ে আব্বাস বলেন,তিনি আশা করছেন এই অনুমতি পাবে তার দল।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনীতে নানা ঘটনাপ্রবাহের পর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সে সময়ের সেনা প্রধান জিয়াউর রহমান। ওই বছরের নভেম্বরের শুরুতে সেনাবাহিনীতে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যে এই দিন বন্দিত্ব থেকে মুক্ত হন জিয়াউর রহমান। সেদিন সেনাবাহিনীতে বহু মুক্তিযোদ্ধা কর্মকর্তা প্রাণ হারান।

ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক জাসদ সেই দিন সেনাবাহিনীর জওয়ানদেরকে ব্যবহার করে ‘বিপ্লব’ করার চেষ্টায় রত থাকলেও তারা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারায় এবং পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ চলে আসে জিয়াউর রহমানের হাতে।

সেই থেকে দিনটিকে বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। যদিও আওয়ামী লীগ দিবসটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে। আর জাসদ এই দিনটিকে পালন করে সৈনিক জনতার অভ্যুত্থান দিবস হিসেবে।

মির্জা আব্বাস বলেন, ‘আমরা লক্ষ্য করেছি সরকার বিএনপিকে অনুমতি না দিলেও একই স্থানে আওয়ামী লীগ তাদের সম্মেলন করেছে। যদিও আওয়ামী লীগ তাদের সম্মেলন উপলক্ষে সারা বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করে ঢাকা শহর আলোকিত করেছে। তবে কেউ কেউ বলেছে এটা আওয়ামী লীগের নয়, এটা পুলিশের সম্মেলন।’

বিএনপি নেতা বলেন,‘বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে। বেশি দিন অধিকার বঞ্চিত করে রাখা যাবে না। কারণ জনগণ তাদের অধিকার আদায় করবেই।’

দলের সাংগঠনিক অবস্থা আগের সুসংগঠিত এমন দাবি করে আব্বাস বলেন, ‘বিএনপি এখানো হাজারগুণ সুসংগঠিত আছে। শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতন বন্ধ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ দেন তাহলেই দেখবেন বিএনপি কতটা সুসংগঠিত আছে।’

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :