‘আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাপা’

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৬, ১৬:৩৯

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ ইসলামিয়া বোর্ডিং মাঠে আয়োজিত জাতীয় যুব সংহতি কিশোরগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় যুব সংহতি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল গণির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহ্বায় আলমগীর শিকদার লোটন। প্রধান বক্তা ছিলেন জাতীয় যুব সংহতির সদস্য সচিব ফখরুল আহসান শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন জাপা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, জাপা কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেনু।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘এরশাদের নেতৃত্বাধীন জাপা সারা দেশে সংগঠিত হচ্ছে। জাতীয় যুব সংহতিকে আরও শক্তিশালী হতে হবে। দলকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কমিটি গঠিত হচ্ছে। পুরুষ নেতৃত্বের পাশাপাশি উন্নয়নের রাজনীতি করে জাতীয় পার্টি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বৈদেশিক মূল্য আজ স্বয়ংসম্পূর্ণতা এসেছে। বাংলাদেশের পোশাক ও ওষুধ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।’

যুব সংহতির আহ্বায়ক আলমগীর শিকদার লোটন বলেন, ‘বাংলাদেশে মসজিদের আজান দেন পুরুষ, জামাতে নামাজ পড়ান পুরুষ, জানাজার নামাজ ও পড়ান পুরুষ, নারীরা নয়। তাই সর্বক্ষেত্রেই পুরুষ নেতৃত্ব চাই। নারী নেতৃত্ব চাই না, পুরুষের নেতৃত্ব চাই, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্ব চাই। বিএনপি সরকারের আমলে জামায়াত যদি বিএনপি সরকারের কাঁধে ভর করে সুবিধা নিতে পারে তাহলে আওয়ামী লীগের সাথে থেকে জাতীয় পার্টি কেন সুবিধা নেবে না। তাই এর এরশাদের নেতৃত্বে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’ শওকত কবিরের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন ভূঞা, যুব সংহতি নেতা মাহবুবুর রহমান বাবু, সাইফুর রহমান ইমন, মাহতাব ভূঞা, আবুল হাসান আজাদসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা। পরে যুব সংহতির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন ও জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার জাতীয় পার্টির ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :