বিএনপিকে ক্ষমতার দরজায় দেখছেন মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২০:১৪ | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৬, ১৬:৪১

বিএনপি ক্ষমতার ফেরা এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন দলের স্থায়ী কমিটর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দরজার সামনে কেউ যদি আসে তখন বলা যায় এই লোককে ঘরে ডুকতে দেওয়া হবে না। দরজায় না আসলে তো কেউ বলে না। বিএনপি এখন ক্ষমতার দরজার সামনে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা মিথ্যা দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবিতে এই সমাবেশের ডাক দেয় ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য।

বিএনপিকে ক্ষমতায় ফিরতে দেওয়া হবে না-আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন বক্তব্য দিয়েছেন অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, ‘এমন বক্তব্যের মানে কী? তা হলো বিএনপি ক্ষমতার দোরগোড়ায় এসেছে। এজন্য প্রধানমন্ত্রী ভয় পান। তিনি বলেছেন, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে জয়ী হতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে খন্দকার মোশারারফ বলেন, ‘আপনি বলেন বিএনপি একটা পার্টি নাকি তাদের সাথে আলোচনা করবো? কিন্তু একটা দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনি এ কথা বলতে পারেন না। বিএনপি এদেশের সর্বাধিক জনপ্রিয় পার্টি।’

এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই মন্তব্য করেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারেরও দাবি জানান মোশাররফ।

আওয়ামী লীগকে স্বৈরাচারি সরকার হিসেবে আখ্যা দিয়ে মোশাররফ বলেন, ‘তারা গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী কার্যকলাপ চালাচ্ছে।’ বলেন, কোন স্বৈরাচারী সরকার ক্ষমতায় বেশিদিন টিকে থাকতে পারে না, ভবিষ্যতে এই বাংলাদেশে তা আবারও প্রমাণিত হবে।’

আগামীতে বিএনপি নির্বাচনের রুপরেখা দেবে জানিয়ে মোশাররফ বলেন, ‘সুষ্ঠু ভাবে যদি নির্বাচন না দেন, তাহলে জনগকে নিয়ে সরকারের পতন করা হবে।’

প্রতিবাদ সভা আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/জেআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :