‘পাকিস্তানের প্রেতাত্মা বলে আ.লীগের রক্তে সন্ত্রাস দেখেন ফখরুল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২০:০১ | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৬, ১৯:৪৩
ফাইল ছবি

আওয়ামী লীগের রক্তে সন্ত্রাস রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীরের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘পাকিস্তানের প্রেতাত্মা বলেই মির্জা ফখরুলের পক্ষে এমন কথা বলা সম্ভব।’

বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন।

দুপুরে রাজধানীতে এক আলোচনায় মির্জা ফখরুল বলেছিলেন, তারা গবেষণা ও পর্যবেক্ষণ করে দেখেছেন আওয়ামী লীগের রক্তে সন্ত্রাস রয়েছে। এই বক্তব্যের জবাব দিতে কয়েক ঘণ্টার ব্যবধানে সংবাদ সম্মেলন ডাকেন হানিফ।

হানিফ বলেন, ‘আওয়ামী লীগ জনগণের পক্ষে আন্দোলন করে অধিকার আদায় করেছে। এ জন্য বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়েছে। পাকিস্তানের প্রেতাত্মা বলেই মির্জা ফখরুলের মুখে এ ধরনের কথা বলা সম্ভব।’

মির্জা ফখরুলকে এ ধরনের ‘মিথ্যাচার’ থেকে বিরত থাকার আহবান জানান হানিফ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতেই রক্ত ছিল। তিনি বঙ্গবন্ধুর হত্যার পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত। শুধু বঙ্গবন্ধুই নয় তার হাত মুক্তিকামী মানুষের রক্তে রঞ্জিত।’

বিএনপি দেশে হত্যার রাজনীতি শুরু করেছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘দেশবাসীর দাবি, বিদেশে বঙ্গবন্ধুর পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার পাশাপাশি বঙ্গবন্ধুর হত্যার পরিকল্পনাকারী হিসেবে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নব গঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মণি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন নাহার লাইলী প্রমুখ।

ঢাকাটাইমস/২৯অক্টোবর/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :