বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৬, ১৯:৫৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নেতা নন, তিনি আন্তর্জাতিক বিশ্বে সম্মানিত শিক্ষিত মহান নেতা। তার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি।’

তিনি বলেন, ‘ভোলা হবে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ জেলা। এই ভোলায় আছে প্রাকৃতিক সম্পদ গ্যাস। ভোলা-বরিশাল তেতুলিয়া নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য ফিজিবিলিটি টেন্ডার হয়েছে। অনেক বিদেশি কোম্পানি এখানে শিল্প-কারখানা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।’

শনিবার দুপুরে ভোলা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

দীর্ঘ প্রায় একযুগ পরে আয়োজিত এই সম্মেলন উপলক্ষে যুবলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দেয়। লাইটিং, ব্যানার ফেস্টুন আর অর্ধশতাধিক তোরণে শহর যেন নতুন সাজে সাজানো হয়। ভোলা জেলার ৭ উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ভোলা সরকারি স্কুল মাঠে সম্মেলনে অংশ নেয়।

দুপুর সাড়ে ১২টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ভোলা জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ আসনের এমপি পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, মাহবুবুর রহমান হিরন, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, আজাদুল হক আজাদ, দপ্তর সম্পাদক কাজী আমিনুর রহমান, সদস্য কাজী আল মাহমুদ টুকু, নাজমুল হক জুয়েলসহ কেন্দ্রীয় যুবলীগের প্রায় চার শতাধিক নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী।

সম্মেলনে ওপেন কাউন্সিলের মাধ্যমে মো. মনিরুজ্জামানকে সভাপতি ও আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।

সম্মেলন শেষে সন্ধ্যায় ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :