খয়ের হত্যা: ২৮ দিন পর রক্তমাখা অস্ত্র উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৬:২০ | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৬, ১২:০৪

মেহেরপুরের গাংনীতে ২ অক্টোবর ব্যবসায়ী খয়ের আলীকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলার আসামি আখছারের বাড়িতে রবিবার অভিযান চালায় পুলিশ। আসামিরা পলাতক থাকলেও এসময় ওখান থেকে উদ্ধার করা হয় রক্তমাখা তিনটি ধারালো অস্ত্র।

বেলা ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, খয়ের আলীকে হত্যার পরপরই আসামি আখছার ও তার ছেলে রিপন পালিয়ে যায়। মামলার তদন্তের স্বার্থে আসামির বাড়িতে রবিবার অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির খড়ির ঘর থেকে রক্তমাখা তিনটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, ২ অক্টোবর সন্ধ্যায় খয়ের আলীকে কুপিয়ে ও গুলি করে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :