১০ টাকার চালে অনিয়ম: দুই ডিলার বাদ

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৬, ১২:৪৮

মেহেরপুরের গাংনী উপজেলায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠায় দুই ডিলারকে বাদ দিয়েছে উপজেলা প্রশাসন।

কার্ডধারীদের কাছে চাল বিক্রি না করেই ভুয়া কাগজপত্রে বিক্রি দেখানোর দায়ে এ সিদ্ধান্ত নেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান।

বাদ পড়া ডিলাররা হচ্ছেন- সাহারবাটি ইউনিয়নের ডিলার জিয়াউল হক জিয়া ও ষোলটাকা ইউনিয়নের ডিলার আনোয়ার পাশা।

খাদ্য অধিদপ্তর কর্তৃক দুস্থদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য জেলার প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান জানান, চাল বিক্রির শুরু থেকেই ওই দুই ডিলারের বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। তদন্ত করে তাদের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :