দলে কোণঠাসাদের কমিটিতে আনা হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ০৮:২৪ | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৬, ২২:০২

বিভিন্ন কারণে কোনঠাসা হয়ে থাকা দলের নেতাকর্মীদের খুঁজে এনে এবার আওয়ামী লীগের কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটি উদ্যোগে নবনির্বাচিত কমিটিকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।

কাদের বলেন, ‘কেউ কেউ নানান কথা বলে, অনেকে আবার বলে এই কমিটিতে ফরিদপুরের নেতাকর্মী বেশি। কার বাড়ি ফরিদপুর আর কার বাড়ি ঢাকা এটা দেখে তাদের নেতা বানানো হয়নি।’

সাধারণ সম্পাদক বলেন, ‘ফরিদপুরের বেশি হলে, তা হয়েছে তাদের যোগ্যতায়। ফরিদপুরের নেতাকর্মীরা ত্যাগ করবে আর আপনি মূল্যায়ন করবেন না, আমি এতে একমত না।’

ওবায়দুল কাদের বলেন, ‘নানা কারণে পার্টির অনেক ত্যাগী নেতারা কোণঠাসা হয়ে ছিলেন। আমাদের নেত্রী তাদের টেনে নিয়ে এসেছেন।’ তিনি বলেন, ‘দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে, সামনের নির্বাচনের কথা মাথায় রেখে, দুই ধরনের লোক প্রয়োজন। এক যারা দলের সম্পদ আর এক হলো শক্তি। এই দুয়ের সমন্নয় ঘটিয়ে আমরা এগিয়ে যাবো।’

২০১৯ সালের নির্বাচনের কথা তুলে ধরে নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে ২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করতে হবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ নবনির্বাচিত নেতারা।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :