নাইক্ষ্যংছড়ির ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৬, ১৬:৫৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত।

নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার অরুন উদয় ত্রিপুরা।

হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লাহর বেঞ্চ রবিবার নির্বাচন স্থগিতের জন্য আদেশ দেন বলে জানান তিনি।

জানা গেছে, ভোটার তালিক হালনাগাদের সময় রোহিঙ্গা শরণার্থীদের ভোটার করা হয়েছে মর্মে নির্বাচন স্থগিত করার জন্য গত ২৭ অক্টোবর হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছিল। জনৈক আলী হোসেনের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ আবু সায়েম হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই ছয় মাসের জন্য নির্বাচন স্থগিতের নিদের্শ দেন হাইকোর্ট।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :