মানিকগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৬, ১৩:০০

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে রিতা সূত্রধর নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন রিতার বাবা গোবিন্দ সূত্রধর।

মঙ্গলবার রাত ৯টার দিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বশুর বাড়ির লোকজন রিতার লাশ হাসপাতালের বারান্দায় রেখে পালিয়ে যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত রিতার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কৈট্রা গ্রামে।

ছয় মাস আগে তেরশ্রী গ্রামের রতন সূত্রধরের ছেলে প্রদীপ সূত্রধরের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রিতাকে নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২ নভেম্বর/প্রতিনিধি/এলএ)