সৈয়দ হকের চেহলাম শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০১৬, ১৩:১৫

আগামী ৪ নভেম্বর শুক্রবার বাদ জুমা কুড়িগ্রামে নিজভবন সংলগ্ন বাজার রোডের শাহী মসজিদে কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের চেহলাম ও দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য অনুরোধ করেছেন কবির সহধর্মিনী কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিজ ইচ্ছা অনুযায়ী সব্যসাচীকে কুড়িগ্রামে সমাহিত করা হয়।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্ম। ছোটগল্প, কবিতা, উপন্যাস, কাব্যনাট্য, শিশুসাহিত্য, নাটক, প্রবন্ধ সাহিত্যের সব শাখায় সমানভাবে অবদান রাখার জন্য তিনি বাংলাদেশের সব্যসাচী লেখক। লেখালেখি শুরু করেন ১২ বছর বয়স থেকেই। সাংবাদিক হিসেবে পেশাজীবন শুরু করলেও পরবর্তী সময়ে লেখালেখিকেই মূল উপজীব্য হিসেবে নিয়েছিলেন। তাঁর গ্রন্থের সংখ্যা দুই শতাধিক।

সৈয়দ শামসুল হক স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

ব্যক্তিগত জীবনে লেখক দুই সন্তানের জনক। জীবনসঙ্গী মনোরোগের চিকিৎসক ও লেখক আনোয়ারা সৈয়দ হক।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :