শরীয়তপুরে মাদক বিক্রেতাদের হামলায় তিন পুলিশ আহত
শরীয়তপুর শহরের দার্সাত্তায় মাদক বিক্রেতাদের হামলায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা করেছেন ডিবি পুলিশের এসআই ফয়সাল। আটক করা হয়েছে পাঁচজনকে।
মঙ্গলবার রাতে অভিযান চালাতে গিয়ে এ হামলার শিকার হন তারা।
পুলিশ জানায়, গত রাতে গোপন সংবাদ পেয়ে ডিবি এসআই ফয়সালের নেতৃত্বে একটি দল দার্সাত্তায় অভিযান চালায়। এসময় ইয়াবা বিক্রেতারা ডিবি পুলিশের উপর হামলা চালায়। এতে এসআই খালেকুজ্জামান, কনস্টেবল রবিউল ও বাচ্চু মোল্যা আহত হন। কনস্টেবল রবিউল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এসআই ফয়সাল ১১ জন করে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা করেছেন।
পালং থানার ভারপ্রাপ্ত খলিলুর রহমান বলেন, ডিবি পুলিশের উপর হামলার ঘটনায় ডিবি পুলিশের এসআই ফয়সাল একটি মামলা করেছেন। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।
(ঢাকাটাইমস/২ নভেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন