সিংগাইরে ট্রাক্টরচাপায় নারী ইউপি সদস্য নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৬, ১৮:৩১
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য মমতাজ বেগম ট্রাক্টরচাপায় নিহত হয়ছেন। একই ঘটনায় আহত হয়েছে আরেক ইউপি সদস্য বাবুল হোসেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এই দুর্ঘটনা ঘটে।

বলধরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মাজেদ খান ঢাকাটাইমসকে জানান, সিংগাইর উপজেলার কালিয়াকৈর গ্রামের সমেজ উদ্দিনে স্ত্রী বলধরা ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মমতাজ বেগম তার সহকর্মী ওয়ার্ড সদস্য বাবুল হোসেনের সঙ্গে মোটরসাইকেল যোগে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। বহনকারী মোটরসাইকেলটি মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়ককের ডেফলতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মমতাজ বেগম। এই ঘটনায় মরাত্মক আহত হন মোটরসাইকেল চালক আরেক ইউপি সদস্য বাবুল হোসেন। পরে স্থানীয়রা আহত বাবুল হোসেনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে যায়। তবে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা