খাদ্যবান্ধব কর্মসূচির চাল দোকানে বিক্রি, ডিলার আটক

সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৬, ০০:১৪

সাভারের আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল মুদি দোকানে বিক্রির অভিযোগে জাহেদ আলী নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ। এসময় ছয় বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাহেদ আলী তৈয়বপুর মধ্যপাড়ার মৃত ঝুমুর আলীর ছেলে। সে ইয়ারপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির ডিলার হিসেবে নিযুক্ত ছিলেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, ইয়ারপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জাহেদ আলী অবৈধভাবে মুদি দোকানে চাল বিক্রি করেছেন এমন গোপন সংবাদ পেয়ে ইয়ারপুর ইউনিয়নের মধ্য তৈয়বপুর এলাকায় শহিদুলের মুদি দোকানে অভিযান চালায়।

এসময় শহিদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ছয় বস্তা চাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মুদি দোকানে বিক্রির অভিযোগে ডিলার জাহেদ আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শনিবার সকালে জাহেদ আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হবে।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :