আজিজুল ও স্বকৃতের হাতে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৬, ১১:৫৪

এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৬ পাচ্ছেন তরুণ কথাসাহিত্যিক স্বকৃত নোমান।

শনিবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। এছাড়া কথাসাহিত‌্যিক হাসান আজিজুল হককেও এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

প্রবীণ ও নবীন কথাসাহিত্যিকদের অনুপ্রাণিত করতে গত বছর থেকে এই পুরস্কার চালু করা হয়। প্রথমবার পুরস্কার পেয়েছিলেন কথাসাহিত্যিক শওকত আলী ও সাদিয়া মাহজাবীন ইমাম।

নবীন সাহিত্য শ্রেণিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গত বৃহস্পতিবার বাংলা একাডেমির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বকৃত নোমানকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এছাড়া প্রবীণ কথাসাহিত্যিকদের মধ্যে মনোনীত করা হয় হাসান আজিজুল হককে। অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম তাদের নাম ঘোষণা করেন।

পুরস্কার হিসেবে হাসান আজিজুল হককে পাঁচ লাখ এবং স্বকৃত নোমানকে এক লাখ টাকা দেওয়া হবে। এছাড়া দুজনকেই ক্রেস্ট ও সনদ দেওয়ার পাশাপাশি উত্তরীয়ও পরানো হবে।

ফেনীর কৃতী সন্তান স্বকৃত নোমান সাপ্তাহিক ‘এই সময়ে’র সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :