বাসর রাতে নববধূর আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৬, ১৪:৪৯| আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৭:০৩
অ- অ+

মুন্সীগঞ্জে বাসর রাতে রিংকু আক্তার নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের স্বামীর বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

সদর থানার এসআই মোরশেদ আহম্মেদ জানান, গত ৭ মাস আগে দক্ষিণ ইসলামপুর গ্রামের আমির হোসেন বেপারীর ছেলে নাহিদ বেপারীকে একই গ্রামের আলাউদ্দিন শেখের মেয়ে রিংকু প্রেম করে পালিয়ে বিয়ে করেন। শুক্রবার দুই পক্ষের আনুষ্ঠানিকতা হয়। এরপর রিংকু স্বামীর বাড়িতে উঠে। শনিবার ভোর রাত ৫টার দিকে আকস্মিক রিংকু আত্মহত্যা করেন। সকালে রিংকুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহত রিংকুর বাবা আলাউদ্দিন শেখ সদর থানায় একটি অপমৃত্যু মামলা করছেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

পুলিশ কর্মকর্তা মোরশেদ আহমেদ আরও জানান, স্বামী, স্ত্রী ও তাদের পরিবারের কারো সঙ্গে কোন ঘটনা ঘটেনি। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

নিহত রিংকুর বাবা আলাউদ্দিন শেখ জানান, মেয়েকে আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বামীর হাতে তুলে দিলাম। কিন্তু কেন আত্মহত্যা করলো জানি না।

(ঢাকাটাইমস/৫ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা