বঙ্গবন্ধুর ছবি পোড়ানোর অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৬, ১৯:৫৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি পোড়ানোর অভিযোগে পাবনার চাটমোহরে এক কলেজ অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে চাটমোহর পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম মো. আব্দুল হামিদ। তিনি চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, ‘গত বৃহস্পতিবার ওই অধ্যক্ষ তার কলেজের বিভিন্ন কাগজপত্রের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি পুড়িয়ে ফেলে। এ ঘটনায় কলেজের ব্যবস্থাপনা কমিটি থানায় অভিযোগ করে। পরে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় চাটমোহর থানায় শিক্ষক আব্দুল হামিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :