চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৬, ১৩:২৫

অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ঘেরাও করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া করলে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন।

রবিবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটির পূর্বনির্ধারিত ‘চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ঘেরাও’ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা মিছিল নিয়ে পৌরসভা ঘেরাও করতে যান।

এ কর্মসূচিতে বড়ইন্দারা মোড় এলাকায় পুলিশ তাদের গতিরোধ করে। এসময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া করলে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।

এ সময় বক্তারা নিয়মতান্ত্রিক এবং পূর্বনির্ধারিত কর্মসূচিতে বাধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ কোন নিয়মনীতি অনুসরণ না করে অযৌক্তিক হারে পৌর ট্যাক্স আরোপ করেছে। এরই প্রতিবাদে পৌর নাগরিকরা এ ব্যানারে পৌর ট্যাক্স সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইটে প্রকাশ এবং ট্যাক্স পূনঃনির্ধারণের দাবি জানিয়ে গত ২ মাস ধরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন, ওয়ার্ডভিত্তিক সমাবেশ, লিফলেট বিতরণসহ আন্দোলন করে আসছেন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, অনুমতিবিহীন কর্মসূচি নিয়ে আন্দোলকারীরা পৌরসভা অভিমুখে অগ্রসর হওয়ায় তাদের বাধা দেয়া হয়।

(ঢাকাটাইমস/৬ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :